International Journal For Multidisciplinary Research

E-ISSN: 2582-2160     Impact Factor: 9.24

A Widely Indexed Open Access Peer Reviewed Multidisciplinary Bi-monthly Scholarly International Journal

Call for Paper Volume 7, Issue 4 (July-August 2025) Submit your research before last 3 days of August to publish your research paper in the issue of July-August.

রাজবংশী ‘দেশীঢোল’ এর বর্ণ, বোল, বানী সম্বন্ধে একটি সৃজনশীল ধারণা

Author(s) Dr. Jayanta Kumar Barman
Country India
Abstract উত্তর-পূর্ব ভারত বাংলাদেশ পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চল এবং নেপাল ও বিহারের কিছু অংশে বৃহৎ রাজবংশী জনগোষ্ঠীর বাস দীর্ঘকাল ধরে। এই ক্ষত্রিয় রাজবংশী জনগোষ্ঠী তাদের নিজস্ব ভাষা, বর্ণ, সংস্কৃতি চর্চা ,খাদ্য, পরিধান, সামাজিক নিয়ম-নীতি, উৎসব, আচার বিচার সমস্ত কিছু বহুকাল ধরে তাদের নিজস্ব চর্চায় একটি স্বতন্ত্রতা রক্ষা করে চলেছে। তাদের পারম্পরিক বাদ্যযন্ত্র গুলোর মধ্যে অন্যতম হল দোতারা, সারিন্দা, ব্যানা সহ একটি বাদ্যদল ভুঁইমালি। সেই দলের পাঁচটি যন্ত্রের মধ্যে অন্যতম একটি আনদ্ধ বাদ্যযন্ত্র হল ‘দেশীঢোল’। রাজবংশীদের কে সেই অঞ্চলের স্থানীয় মানুষেরা দেশী মানুষ বলে আখ্যা দেয়। রাজবংশীদের একটি নিজস্ব ভাষা রয়েছে সেই ভাষায় বর্ণিত লিপিবদ্ধ গান যাকে ভাওয়াইয়া গান বলে। এই গান শিল্পী পদ্মশ্রী প্রতিমা বড়ুয়া নিজ কন্ঠে ধারণ করেছিলেন এবং তিনি এই গানকে চলতি কথায় ‘দেশীগান’ বলতেন। তার গান এ দেশীঢোল বাদ্য তাল ও ছন্দে শোভা পেত। এই ঢোল পারম্পরিকভাবে শিখে আসছিল এতদিন এই অঞ্চলের বিভিন্ন শিল্পীরা। মুখে শোনা চোখে দেখা একইভাবে আঙুলের দিকে তাকিয়ে থেকে পারম্পরিকভাবে শিক্ষা গ্রহণ করাই ছিল এই ঢোল শিক্ষার একমাত্র উপায় বা রীতি। সঙ্গীত শিল্পী ডক্টর জয়ন্ত কুমার বর্মন এই ঢোলের বর্ণ, বাণী এবং তালের নামকরণের একটা সৃজনশীল ধারণা সকলের সম্মুখে তুলে ধরবার চেষ্টা করেন। সঙ্গে তাকে সহযোগিতা করেন তার সুযোগ্য ছাত্র এবং দেশীঢোল বাদক ধনঞ্জয় রায়। বর্তমান সময়ের নতুন ভারতীয় শিক্ষা পদ্ধতি এর সঙ্গে ছন্দ মিলিয়ে চলবার জন্য এই ঢোলের বর্ণ, বাণী, বোল এবং তাল প্রস্তুত করার প্রয়োজনীয়তা আছে বলে শিল্পীর মনে হয়েছে। এই সৃজনশীল কাজ দেশীঢোল বাদ্যযন্ত্র কে বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেবার পথ সুগম করবে আশা করা যায়। এই কাজের মধ্য দিয়ে আগামী প্রজন্মের শিল্পীরা খুব কম সময়ে এই ঢোল একটি পরিকাঠামোভিত্তিক শিক্ষার মধ্য দিয়ে শিক্ষা নিয়ে এগিয়ে যাবে বলে ধারণা করা যায়।
Keywords ১। রাজবংশী ২। দেশীঢোল ৩। দেশীঢোল এর বর্ণ, বোল, বানী ৪। সৃজনশীল ধারণা
Field Arts > Movies / Music / TV
Published In Volume 7, Issue 4, July-August 2025
Published On 2025-07-16
DOI https://doi.org/10.36948/ijfmr.2025.v07i04.47371
Short DOI https://doi.org/g9t2hj

Share this